ফেসবুকে বন্ধুত্ব, প্রেম অতপর,…
দু’জনের বন্ধুত্বটা হয়েছিলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আর সামান্য কথাকাটাকাটির জের ধরে ফেসবুক বন্ধুকে ক্ষুর মারল এক যুবক। গতকাল রাতে বিধাননগর থানার বৈশাখি আবাসনের সামনের ঘটনা।
ভদ্রেশ্বরের বাসিন্দা রাজেশ মুখার্জির সঙ্গে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব অর্পিতা খানের। দীর্ঘদিন ফেসবুকের মাধ্যমে চ্যাট করে কথাবার্তা হত দুজনের। বৈশাখি আবাসনের সামনে দেখা করে দুজনে। এরপর কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকটি হয় দুজনের মধ্যে। হঠাত্ ক্ষুর বের করে অর্পিতাকে আক্রমণ করেন রাজেশ। চিত্কার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে নিজের হাতের শিরা কেটে ফেলে রাজেশ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর পূর্ব থানার পুলিস। আহত রাজেশ ও অর্পিতাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। দুজনেই ভর্তি বিধাননগর মহকুমা হাসপাতালে।
মন্তব্য চালু নেই