ফেসবুকে প্রেমের বিয়ে সুখের

আমদের একদিকে ফেসবুকের কারণে অসংখ্য সংসার ভাঙছে, অন্যদিকে বিদেশের সমীক্ষা বলছে, ফেসবুকের মাধ্যমে প্রেম হলে এবং তারপর বিয়ে হলে তা সুখের হয়।

বিষয়টি মোটেও হাস্যকর নয়। বয়স্করা যতই এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের দিকে ভ্রু কুঁচকে তাকান না কেন গবেষণা বলছে, ফেসবুকের প্রেম বিয়ে পর্যন্ত গড়ালে তা টিকতে বাধ্য।

নীরিক্ষকরা জানিয়েছেন, ২০০৫ সাল থেকে ২০১২ সালের মধ্যে মাত্র সাত শতাংশ মানুষ ফেসবুকের মাধ্যমে প্রেম করে বিয়ে করেছেন। আর তারা বেশ সুখে শান্তিতেই আছেন।

কানসাস বিশ্ববিদ্যালয়ের গবেষক জেফরি হল জানিয়েছেন, মানুষের জীবনযাত্রায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের বিশেষ ভূমিকা রয়েছে। এর ফলে প্রেম ভালোবাসা অনেক সহজ হয়ে গেছে। মানুষ একাধিকবার প্রেমে পড়ছেন আর জীবনসঙ্গীও খুব সহজেই খুঁজে নিচ্ছেন। তবে যদি মনের মতো সঙ্গী পাওয়া যায় তবে দাম্পত্য জীবনে সুখ থাকবেই।

গবেষণা বলছে, বিশ্বের ১০ জন মানুষের মধ্যে একজন ফেসবুকে ডেটিং করেন। সবচেয়ে উল্লেখযোগ্য হলো- এর ফলে ধর্ম, জাতি, দেশ, বয়স সবকিছু মিলে মিশে যাচ্ছে।



মন্তব্য চালু নেই