ফেসবুকের কল্যাণে হারানো আইপ্যাড পৌঁছে যাচ্ছে মালিকের কাছে

যাত্রী আরশাদ হোসেন শাহিন আজ এয়ার ইন্ডিয়া যোগে ঢাকায় পৌছান। বাসা তাঁর ধানমণ্ডিতে। তাড়াহুড়ো করে তাঁর প্রাইভেট গাড়ীতে উঠে যান কিন্তু বিমানবন্দরে বহিরাঙ্গনে ফেলে যান দুটি আইপ্যাডসহ হ্যান্ড লাগেজ।

পরবর্তিতে এয়ারপোর্ট আর্মড পুলিস তার আইপ্যাডের ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে। এরপর তাঁর প্রতিনিধির কাছে প্রায় ৩ ঘন্টা পরে হ্যান্ড লাগেজ ও আইপ্যাড দুটি হস্তান্তর করে।



মন্তব্য চালু নেই