ফেসবুকেও অর্ধনগ্ন পুনম

গেলো বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়াকে উদ্বুদ্ধ করতে টুইটারে নিজের প্রায় নগ্ন ছবি পোস্ট করে ভালোভাবেই খবরের শিরোনাম হয়েছিলেন মডেল পুনম পান্ডে।

তাকে দেখে মনে হয় যেনো লাজলজ্জা সব বিকিয়ে দিয়েছেন। আর যার লজ্জা নেই সে তো সবই করতে পারে। সে কারণেই ট্যুইটারে বা ইন্সটাগ্রামে তার অর্ধনগ্ন ছবিতে ছয়লাপ। গুগল ইমেজে সার্চ দিলেও আপনি তার একটি ভালো ছবি খুঁজে পাবেন না।

পুনম এমন এক অভিনেত্রী যিনি তার শরীরের যতটা সম্ভব প্রদশর্ন করে থাকেন! কারণ এটাকেই তিনি নিজের শক্তি মনে করেন। তাই এবারো এমন কিছু ছবি ফেসবুকে আপলোড করে বিতর্কের জন্ম দিয়েছেন এই মডেল। কিন্তু এভাবে শরীর ভাঙিয়ে আর কতদিন?



মন্তব্য চালু নেই