ফের বিমানবন্দরে হেনস্তার শিকার মহম্মদ আলির ছেলে

ফের বিমানবন্দরে আটক করা হল কিংবদন্তি বক্সার মহম্মদ আলির ছেলেকে। তবে এবার ঘটনাস্থল ওয়াশিংটন। কিছুদিন আগেই ফ্লোরিডা বিমানবন্দরে তাদের আটক করে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছিল। সেই সময় মুসলিম হওয়ার কারণেই এই হেনস্তা বলে দাবি তুলেছিলেন মহম্মদ আলি জুনিয়র। ওয়াশিংটনের রোনাল্ড রেগন বিমানবন্দরে সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল শুক্রবার। খবর সংবাদ প্রতিদিনের।

জানা যায়, এদিন ফোর্ট লাউডারডেলে ফেরার জন্য ওয়াশিংটন বিমানবন্দরে পৌঁছান মহম্মদ আলি জুনিয়র। সেখানেই তাকে আটক করে প্রায় ২০-২৫ মিনিট ধরে চলে জেরা। তাদের পারিবারিক বন্ধু তথা আইনজীবী ক্রিস ম্যানসিনি জানান, “এরপরই হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে ফোনে কথা বলেন আলি। যাবতীয় নথি দেখানোর পরই তাকে বিমানে ওঠার অনুমতি দেওয়া হয়। ”

এদিনের বিমানে জুনিয়র আলির সহযাত্রী ছিলেন ফ্লোরিডা ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ডেবি ওয়েজারম্যান শুলজ। টুইটারে মহম্মদ আলি জুনিয়রের সঙ্গে তিনি একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “বাড়ি ফেরার পথে। ফের মহম্মদ আলি জুনিয়রকে আটক করা হয় এদিন। ধর্মের ভিত্তিতে কারও সঙ্গে এমন আচরণ করা হলে আমাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। ”



মন্তব্য চালু নেই