ফের বিজিপির গুলি, এবার কাঠুরিয়া আহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের গুলি ছুঁড়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এতে বাংলাদেশি এক কাঠুরিয়া গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নাইক্ষ্যংছড়ির আশারতলী ৪৭নং সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহত কাঠুরিয়ার নাম দীল মোহাম্মদ। তিনি আশারতলীর মীর আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দীল মোহাম্মদ কাঠ কাঠতে গেলে তাকে লক্ষ্য করে বিজিপির ছেনছড়ি সেক্টরের আমতলী ক্যাম্প থেকে ৩-৪ রাউন্ড গুলি ছোঁড়ে। গুলি তার কোমরের নিচে বিদ্ধ হয়। তার অণ্ডকোষ ছিঁড়ে যায়।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালাম জানান, দীল মোহাম্মদের অবস্থা আশঙ্কাজনক। তাকে বর্তমানে সার্জারি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে ঘটনার পর ওই এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে।
নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, একই সীমান্তে গত ২৮মে বিজিবির টহল টিমকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে বিজিপি। সে সময় নিখোঁজ হন নায়েক মিজানুর রহমান। পরে ৩ জুন বিকেলে মিজানুর রহমানের লাশ ফেরত দেয় তারা।
মন্তব্য চালু নেই