উদ্বোধনের আগেই সংঘর্ষ

বিশ্বকাপের পর্দা উঠার দৃশ্য দেখতে কোটি কোটি চোখ অপেক্ষা করছে বিশ্বজুরে। কিন্তু এদিকে ব্রাজিলে আবার চলছে বিশ্বকাপ বিরোধী স্লোগান। বিশ্বকাপের পর্দা উঠার ঠিক কয়েক ঘণ্টা আগেই সংঘর্ষ বাধল পুলিশ ও হট্টগোলকারীদের মধ্যে।

প্রায় ১১ বিলিয়ন ডলার খরচ করে বিশ্বকাপ আয়োজন করা অযৌক্তিক মনে করে অনেক আগে থেকেই বিশ্বকাপ বিরুধী আন্দোলন চলছিল। এতদিন রিওডি জেনেরিওতেই এই আন্দোল প্রবল আকার ধারণ করেছিল। আর বিশ্বকাপ উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে সেই আন্দোলনের রেষ দেখা গেল সাও পাওলোতেও।

টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে বিরুধীদের পিছু হটিয়ে দিচ্ছে ব্রাজিলিয়ান পুলিশ। আটকও করা হয়েছে এক জনকে।

এই সংঘর্ষে সিএনএন এর সাংবাদিকও আহত হয়েছেন। ব্রাজিলের বাম পন্থী প্রেসিডেন্ট দিলমা রৌসেফ দাবি করছেন এটা তার বিরুধী পক্ষের অপতৎপরতার অংশ। এবং তিনি বলেন, ‘কনফেডারেশন কাপের মত বিশ্বতকাপে ও হট্টগোল করার চেষ্টা করলে সেটা সহ্য করা হবে না ’



মন্তব্য চালু নেই