ফের প্রভাবশালীর তালিকায় মালালা
টাইম ম্যাগাজিনের করা বিশ্বব্যাপী ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় এবারও ঠাঁই পেয়েছেন পাকিস্তানের কিশোরী মানবাধিকারকর্মী ও সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। খবর ডননিউজের।
তালেবানদের হামলার শিকার হওয়া ১৭ বছর বয়সী মালালা বর্তমানে নারীশিক্ষা নিয়ে কাজ করছেন। পাশাপাশি বিশ্বব্যাপী নিপীড়িত শিশুদের নিয়েও কাজ করছেন এই কিশোরী।
টাইম ম্যাগাজিনে গত বৃহস্পতিবার প্রকাশিত ওই তালিকায় যথারীতি রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এ ছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন, কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো রয়েছেন এই তালিকায়। তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে অংশগ্রহণের দৌড়ে থাকা হিলারি ক্লিনটন ও জেব বুশও।
যুক্তরাষ্ট্রের সুপ্রীম কোর্টের বিচারক রুথ বাদের ও ভ্যালেন্টাইনের পোপ ফ্রান্সিস রয়েছেন টাইমের করা তালিকায়।
হলিউডের বেশ কয়েক তারকাও রয়েছেন এ তালিকায়। এর মধ্যে রয়েছেন টেইলর সুইফট, কেনি ওয়েস্ট, কিম কারদাশিয়ান ও ব্রাডলি কুপারের মতো তারকারাও!
মন্তব্য চালু নেই