ফের নগ্ন হলেন কিম
ফের নগ্ন হয়ে ক্যামেরার সামনে ধরা দিলেন আমেরিকান টিভি উপস্থাপিকা কিম কার্দাশিয়ান।
বন্ধু এবং তার বিয়ের পোশাক ডিজাইনার রিকার্ডো টিসির ৪০তম জন্মদিন উপলক্ষে তিনি ওই নগ্ন ছবি প্রকাশ করেছেন। আগামী ৮ আগস্ট টিসির জন্মদিন।
৩৩ বছর বয়সী কিম এর আগে ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন বহুবার। তিনি একসময় প্লেবয় ম্যাগাজিনের মডেলও ছিলেন।
এছাড়া সমুদ্র সৈকতে অর্ধনগ্ন অবস্থায় তার হাজারো ছবি তুলেছেন ফটো সাংবাদিকরা।
কিমের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি শুধু নিম্নাঙ্গে মশারির চেয়েও পাতলা কাপড় পরে আছেন। আর হাত দিয়ে কৌশলে ঢেকে রেখেছেন উন্মুক্ত বুক জোড়া। তাই তাকে অর্ধনগ্ন না বলে নগ্ন বলাই ভালো।
আর আলোচনায় থাকার জন্য কিমের কাছে নগ্নতার চেয়ে বড় কোনো অস্ত্র নেই। কারণ তিনি কখনো তার উপস্থাপনার জন্য আলোচিত হননি, হয়েছেন শুধু নগ্নতার জন্য। সৈকতে বেড়াতে গিয়ে তিনি রৌদ্রস্নানের ছুতো করে নিজের শরীর মেলে ধরেন। আর বারবার এ ধরণের ছবি পাশ্চাত্যের পত্রিকায় প্রকাশিত হয়।
মন্তব্য চালু নেই