ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ইরান
যুক্তরাষ্ট্রের অব্যাহত হুঁশিয়ারি সত্ত্বেও ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহার বরাত দিয়ে বৃহস্পতিবার আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।
ইরানি সংবাদমাধ্যমটি জানিয়েছে, হরমুজ-২ ক্ষেপণাস্ত্রটি নৌবাহিনীর জন্য তৈরি করা হয়েছে। এটি সমূদ্রে ৩০০ কিলোমিটার দূরের ভ্রাম্যমাণ লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটি পারস্য উপসাগর নামের জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতোই।
ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহা বলেছেন, ‘হরমুজ-২ নামের নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার সময় ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে।
এর আগে গত জানুয়ারিতে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ইরান। ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপের হুমকি দিয়েছিলেন।
মন্তব্য চালু নেই