ফিলিস্তিনী সাংবাদিকদের আইডি বন্ধ করছে ফেসবুক

ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি প্রকাশনার দুইজন সম্পাদকের ফেসবুক আইডি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। ওই দুই সম্পাদক জানিয়েছেন, গত সপ্তাহে তাদের আইডি বন্ধ করে দেওয়া হয় এবং কোনো রকমের কারণ দেখানো হয়নি।

আলজাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের সমালোচনা বন্ধ করতে ফেসবুক ও ইসরায়েল সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী তাদের ফেসবুক পেজ ও এ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

গত সপ্তাহে বার্তা সংস্থা সেহাবের চারজন সম্পাদকের ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক। ওই পেজে ৬৩ লক্ষাধিক লাইক ছিল। এছাড়া কুদস সংবাদ মাধ্যমের তিনজন নির্বাহীর পেজ যেগুলোতে প্রায় ৫১ লক্ষের মতো লাইক ছিল সেসবও বন্ধ করে দেওয়া হয়েছে।

এই দুই গণমাধ্যমই ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনীদের খবর প্রচার করে থাকে।

কুদস সংবাদ মাধ্যমের নাসরিন আল খতিব নামে একজন সংবাদকর্মী আলজাজিরাকে জানান, সম্প্রতি ইসরায়েল সরকার ও ফেসবুকের করা চুক্তির ভিত্তিতেই এসব এ্যাকাউন্ট বন্ধ করা হয়ে থাকতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনা বন্ধ করতে সে চুক্তি করা হয়েছিল।

তিনি জানান, ফেসবুকের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে, কেন বিনা কারণে এ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

আলজাজিরা ফেসবুকের সঙ্গে যোগাযোগ করলে কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।



মন্তব্য চালু নেই