ফিলিস্তিনিদের জন্য তুরস্কের ঈদ উপহার

ফিলিস্তিনিদের জন্য তুরস্কের ঈদ উপহার। একটি তুর্কি জাহাজ অবরুদ্ধ গাজা উপত্যাকায় পাঠানো হয়েছে। আর এতে আড়াই হাজার টন বিভিন্ন সামগ্রী রয়েছে। এতে গাজাবাসীর জন্য ঈদের উপহার রয়েছে বলে তুরস্কের পত্রিকা ডেইলি সাবাহ জানিয়েছে।

ইকলিপস নামের জাহাজটি ইসরাইলের অ্যাশদদ বন্দরে ভেড়ার কথা। সেখান থেকে সাহায্য সড়কপথে যাবে গাজায়।
এটা তুরস্ক থেকে গাজায় পাঠানো দ্বিতীয় সাহায্যবোঝাই জাহাজ। গত জুলাই মাসে তুর্কি সরকার লেডি লায়লা নামের প্রথম জাহাজটি পাঠিয়েছিল।

সোমবার অ্যাশদদ বন্দরে ভেড়া জাহাজটিতে খাদ্য সামগ্রীর পাশাপাশি গাজার শিশুদের জন্য এক হাজার বাইসাইকেল, পঙ্গুদের জন্য ১০০ হুইলচেয়ার, আগামী স্কুলবর্ষকে সামনে রেখে এক লাখ স্কুলব্যাগ এবং স্টেশনারি সামগ্রী রয়েছে।

ঈদুল আযহার আগেই এসব সামগ্রী গাজার লোকদের মধ্যে বিতরণ করা হবে বলে আশা করা হচ্ছে। সেখানে ঈদ হবে ১২ সেপ্টেম্বর। গত গ্রীস্মে তুরস্ক ও ইসরাইলের মধ্যকার চুক্তির আলোকে তুরস্ক থেকে গাজায় সাহায্য পাঠানো হচ্ছে।

২০১০ সালে গাজাগামী একটি জাহাজে ইসরাইলি কমান্ডোরা হামলা চালানোর পর তুরস্ক সম্পর্ক ছিন্ন করে ইসরাইলের সাথে।
পরে তুরস্কের সব দাবি মেনে নিলে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক হয়।



মন্তব্য চালু নেই