ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল সুইডেন
ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে বলে ঘোষণার এক মাসের কম সময়ের মধ্যে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে সুইডেন। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী ম্যারগট ওয়ালস্ট্রম এক বিবৃতিতে বলেন, সুইডেন সরকার আজ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য আন্তর্জাতিক যে সব আইন রয়েছে তা এরই মধ্যে ফিলিস্তিন বাস্তবায়ন করেছে।
তিনি আরো বলেন, ফিলিস্তিনিদের আত্ম-নিয়ন্ত্রণের অধিকার মেনে নেয়ার ক্ষেত্রে এটি হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ ছাড়া সুইডেনের এ পদক্ষেপ আরো অনেকে অনুসরণ করবে বলেও একই সঙ্গে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার প্রশ্নে আমেরিকার সমালোচনাকে নাকচ করে দিয়েছে সুইডেন।
ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশ এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এ দেশ হলো, বুলগেরিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, হাংগেরি, মাল্টা, পোল্যান্ড এবং রোমানিয়া। এ ছাড়া আইসল্যান্ডও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
মন্তব্য চালু নেই