ফিরে আসছে শীতল যুদ্ধের জার্মান ট্যাংক

জার্মানি ১০০ মথবল ট্যাংক মেরামত করে কার্যক্ষম করে তোলার উদ্যোগ নিয়েছে। এর মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে এক নতুন উত্তেজনা। ধারণা করা হচ্ছে ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে চোখ রাঙাতে এ ব্যবস্থা গ্রহণ করেছে জার্মানি। এছাড়া ইসলামি সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে ন্যাটোর সম্ভাব্য ভবিষ্যত সশস্ত্র অবস্থানও একটি কারণ হতে পারে।

জানা যায় শীতল যুদ্ধের পরিসমাপ্তি ঘটার পর এ ট্যাংকগুলো সামরিক ব্যয় সংকোচনে জন্যে ঘরে তুলে রেখেছিল জার্মানি। বর্তমানে তাদের আবারও কার্যক্ষম করার ‘প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।’ এ সমস্ত মথবল ট্যাংক অত্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়ার মতো ক্ষমতাবান। সংখ্যায় ৩২৮। এদের পুনরায় কর্মক্ষম করে তুলতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮৭ কোটি টাকা।



মন্তব্য চালু নেই