ফিরতি হজফ্লাইট শুরু বৃহষ্পতিবার

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজফ্লাইট। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় জেদ্দা-ঢাকা রুটে বিমানের হজ পরবর্তী প্রথম ফ্লাইট বিজি-২০১২-এ ৪১৯ জন হাজী দেশে ফিরবেন।
বৃহস্পতিবার থেকে আগামী এক মাস চলবে ফিরতি হজফ্লাইট। এ সময়ে মোট ১৩৪টি ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। শেষ ফিরতি হজফ্লাইটটি ছেড়ে আসবে ৮ নভেম্বর।
বিমান বাংলাদেশ ফিরতি হজ্বফ্লাইটে হাজীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে। এই সুবিধার আওতায় হাজীরা মোট ৪৭ কেজি মালামাল বিনা ভাড়ায় বহন করতে পারবেন।
উল্লেখ্য, গত ২৭ আগষ্ট বিমান বাংলদেশ এয়ারলাইন্সের হজ্বফ্লাইট কার্যক্রম-২০১৪ শুরু হয়। চলতি বছ



মন্তব্য চালু নেই