খালেদাকে তোফায়েলের ধন্যবাদ

দিনক্ষণ দিয়ে আন্দোলন হয় না, উপলব্ধি করার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদে।
তিনি বলেন, ‘বেগম জিয়া এর আগে ৪৮ ঘণ্টা, ৭২ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছেন। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। আমরাও ছাত্র আন্দোলন করেছি। কিন্তু দিনক্ষণ দিয়ে আন্দোলন করিনি। এটাই সঠিক।’
বুধবার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিক ও বাণিজ্যমন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এক কথা বলেন। একই সঙ্গে ঈদ ও পূজা শান্তিপূর্ণভাবে পালনের জন্য দেশবাসীকে অভিনন্দনও জানান তিনি।
বাংলাদেশ সাম্পদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘এবার আমরা আরো বেশি করে উপলব্ধি করতে পেরেছি। কারণ ঈদ ও পূজা এক সঙ্গে হয়েছে। কিন্তু কোনো অঘটন ঘটেনি।’
ঈদে গ্রামে উদযাপন করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘গ্রামে কোনো অভাব অনটন দেখিনি। যারা আগে কোরবানি দিতে পারেননি, তারা এবার কোরবানি দিয়েছেন। বাজার দর ছিল স্বাভাবিক। কারণ গত একমাস ধরে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। তারা তাদের কথা রেখেছেন। মানুষের ক্রয় ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে।’
কোরবানির চামড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এবার সবাই চামড়ার দর ভালো পেয়েছেন। ঢাকা থেকে যে দরটি বেধে দেয়া ছিল, তা ছিল নূন্যতম দর। বিশ্বব্যাংক বলেছে, এবার প্রবৃদ্ধিও হার হবে ৬ দশমিক ২ শতাংশ। যা ভালো। বাংলাদেশ অচিরেই মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত হবে।’



মন্তব্য চালু নেই