ফাঁসির রশিসহ প্রস্তুত জল্লাদ শাহজাহান

জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করতে সর্দার শাহাজাহান ভূঁইয়াসহ প্রস্তুত পাঁচ পেশাদার জল্লাদ। প্রয়োজনীয় অনুষঙ্গ ম্যানিলা রোপসহ (ফাঁসির রশি) প্রস্তুত রাখা হয়েছে মঞ্চও।

জল্লাদ শাহজাহানের জন্য এটি ৪৬তম ফাঁসির প্রস্তুতি হলেও প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে আরো কয়েকজন নতুন জল্লাদকেও। তবে তাদের মধ্যে ৩ জন গাজীরপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তাদের আজকের মধ্যেই (সোমবার) ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হবে।

কারাগারের একাধিক সূত্র জানিয়েছে, এ বছরের শুরু থেকে গতকাল পর্যন্ত ফাঁসি কার্যকরের মহড়ায় অংশ নিয়েছেন জল্লাদরা। প্রশিক্ষিত করে তোলা হয়েছে তাদের।

জল্লাদদের মধ্যে থাকতে পারেন, নরসিংদীর শাহজাহান ভূঁইয়া, কক্সবাজারের বাবুল মিয়া (মুক্ত), সাভারের কালু মিয়া, গোপালগঞ্জের শেখ কামারুজ্জামান, ঢাকার ফারুক, মাসুম ও মনির হোসেনসহ আরো কয়েকজন। এদের সবাইকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রস্তুত রাখা হয়েছে।

তবে কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের দিনক্ষণ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সব কর্মকর্তা গোপনীয়তা রক্ষা করে চলছেন।

কারাগারের একটি সূত্র আরো জানায়, ফাঁসির মঞ্চ ও ফাঁসির রশিসহ (ম্যানিলা রোপ) আনুষঙ্গিক সবকিছুর পরীক্ষা-নিরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।



মন্তব্য চালু নেই