ফাঁসির নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান

মৃত্যুদণ্ড কার্যকরের ওপর থেকে গত ছয় বছর ধরে চলে আসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান। মঙ্গলবার পেশোয়ারে স্কুলে শিশুদের ওপর জঙ্গি হত্যাযজ্ঞের পর দেশটির সরকার এ সিদ্ধান্ত নেয়। এর ফলে দেশটির শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিদের ফাঁসি কার্যকরে আর কোনো বাধা থাকলো না।

বার্তা সংস্থা রয়টার্স ও ডন নিউজের খবরে বলা হয়, পেশোয়ারের স্কুলে হামলার পর বুধবার সেখানকার গভর্নর হাউসে জরুরি এক সর্বদলীয় বৈঠকে ডাকা হয়। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত সবার সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নওয়াজ শরিফ মৃত্যুদণ্ড কার্যকরের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি অনুমোদন করেছেন।

নওয়াজের কার্যালয় এক বিবৃতিতে জানায়, সন্ত্রাসী কাজে যুক্ত এমন ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

মঙ্গলবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে ঢুকে বর্বর হত্যাকাণ্ড চালায় তালেবান। এতে ১৩২ শিশুশিক্ষার্থীসহ অন্তত ১৪১ জন নিহত হয়।

তথ্যসূত্র : ডন, রয়টার্স।



মন্তব্য চালু নেই