ফলাফলের আগেই পরাজয় স্বীকার
ইউরোপের দেশ পোল্যান্ডে ক্ষমতার পালাবদল হচ্ছে। রোববার দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের আগেই পরাজয় স্বীকার করে নিয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ব্রোনিসল কমোরোসকি।
কেন্দ্রফেরত জরিপের ফলাফল থেকেই কমোরোসকি তার প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় নেতা আনদ্রেজ ডুডাকে স্বাগত জানিয়েছেন।
কেন্দ্রফেরত জরিপে কমোরোসকির পাওয়ার সম্ভাবনা রয়েছে ৪২ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডুডার পক্ষে ৫৩ শতাংশ ভোট পড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে কমোরোসকির পরাজয়কে বিশ্লেষকরা দেখছেন ভোটারদের ‘পরিবর্তনের আকাক্সক্ষা’র প্রতিফলন হিসেবে। ধারণা করা হচ্ছিল, এই নির্বাচনে তিনি আবারও জিতবেন। কিন্তু ভোটারা তাকে প্রত্যাখ্যান করে নতুন মুখকে বেছে নিয়েছেন।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
কমোরোসকি ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘আমি আপনাদের পছন্দকে সম্মান জানাই। আশা করি, প্রেসিডেন্ট হিসেবে ডুডা সফল হবেন।’
কমোরোসকির সিভিক প্লাটফর্ম পার্টির চেয়ে অনেক বেশি রক্ষণশীল ৪৩ বছর বয়সি ডুডার ল অ্যান্ড জাস্টিস পার্টি। ক্যাথলিক ধর্মানুসারীদের প্রধান্য রয়েছে এই দলে। সামাজিক রীতিনীতিতেও তারা রক্ষণশীল দৃষ্টিভঙ্গি লালন করে। দীর্ঘ এক দশক পরে ল অ্যান্ড জাস্টিস পার্টি থেকে কোনো নেতা প্রেসিডেন্ট পদে জয় পেলেন।
মন্তব্য চালু নেই