ফরিদপুরের দাপুটে আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেফতার

চাঁদাবাজি মামলায় ঢাকায় গ্রেপ্তার হলেন ফরিদপুরের জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক মোকাররম মিয়া বাবু। গত বৃহস্পতিবার সকাল নয়টার দিকে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে রমনা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে বাবুর বিরুদ্ধে গত রবিবার গভীর রাতে ফরিদপুরের কোতোয়ালী থানায় একটি চাঁদাবাজি মামলা করেন ফরিদপুর শহর যুবলীগের সভাপতি সাজ্জাদ হোসেন বরকত।

মামলার বর্ণনায় লেখা হয়, ‘ফরিদপুর সরকারি তিতুমীর মার্কেটে নির্মাণ কাজ পাইয়ে দেওয়ার কথা বলে মোকাররম বাবু সাজ্জাদ হোসেনের কাছ থেকে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ৪০ লাখের মধ্যে ২০ লাখ টাকা দেয়া হয়। বাকি ২০ লাখ টাকার জন্য বাবু প্রায়ই তাকে হুমকি-ধমকি দিয়ে আসছিল।

ফরিদপুর শহরে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পরলে অলি গলি থেকে আনন্দ মিছিল এসে শহররের জেলা আওয়ামীলীগ কার্যালয় ভরে যায়। সেখান থেকে একটি বৃহৎ আনন্দ মিছিল শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রেসক্লাবে এসে শেষ হয়।



মন্তব্য চালু নেই