ফরমে মুসলিমদের জন্য প্রশ্ন-‘স্ত্রীকে পেটান?’

ফের ওকলাহোমার রিপাবলিকান এমপি জন বেনেট নিজের মুসলিম বিদ্বেষী আচরণ দিয়ে আলোচনায় এসেছেন।

মার্কিন নৌবাহিনীর সাবেক এই কর্মকর্তার অফিসে কোনো মুসলিম সাক্ষাৎপ্রার্থী গেলে তাকে একটি ফর্ম পূরণ করতে দেয়া হয়। সেখানে একটি প্রশ্ন থাকবেই। তাহল- ‘আপনি কি আপনার বৌকে পেটান?’

সম্প্রতি এই অভিজ্ঞতার সম্মুখীন হন তুলসা পিস অ্যাকাডেমির একদল মুসলিম ছাত্র। তারা একটি ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বেনেটের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন।

সেই ফর্ম দেখে আঁতকে ওঠেন স্থানীয় কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সের কর্তা অ্যাডাম সোলতানি।

তিনি বলেন, ‘প্রথমটায় চমকে গিয়েছিলাম, পরে মনে হল মুসলিম-বিদ্বেষী এমন একটা লোকের কাছে আর কীই বা আশা করা যায়!’

এ নিয়ে বেনেট বলেন, ‘মুসলিমরা বৌকে পেটানো তাদের কর্তব্য মনে করে। তাই ওই প্রশ্ন রাখা হয়েছে।’



মন্তব্য চালু নেই