‘প্রেসিডেন্ট হওয়ার একমাত্র যোগ্য প্রার্থী হিলারি’

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে একমাত্র যোগ্য হলেন হিলারি ক্লিনটন। স্থানীয় সময় গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে অনুষ্ঠিত ডেমোক্রেটিক জাতীয় সম্মেলনে প্রথম দিনের ভাষণে ফার্স্ট লেডি এ কথা বলেন।

বিবিসি জানায়, গতকাল সোমবার ফিলাডেলফিয়া শহরের ওয়েলস ফার্গো সেন্টারে শুরু হয়েছে চার দিনব্যাপী ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলন। বাল্টিমোরের মেয়র স্টেফেনি রাওলিং ডেমোক্রেটিক সম্মেলনের উদ্বোধন করেন। এবারের ডেমোক্রেটিক দলের মূল সম্মেলন ওয়েলস ফার্গো সেন্টারে হলেও কিছু আলোচনা অনুষ্ঠিত হবে পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে।

সম্মেলনে প্রথম দিনের ভাষণে ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেন, ‘আমি বিশ্বাস করি যে এবারের নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার মতো সত্যিকারের গুণাগুণ থাকা একমাত্র প্রার্থী হলেন আমার বন্ধু হিলারি ক্লিনটন।’ ফার্স্ট লেডি আরো বলেন, এবারের নির্বাচনে হিলারির সঙ্গেই আছেন তিনি।

মিশেল ওবামা বলেন, হিলারি ক্লিনটন দক্ষ ও কঠিন রাজনীতিবিদ, যিনি ‘হুটহাট সিদ্ধান্ত’ নেন না।

২০০৮ সালে বারাক ওবামার সঙ্গে হিলারি ক্লিনটনের মনোনয়ন লড়াইয়ের কথা স্মরণ করে মিশেল বলেন, ওই সময় হিলারি রাগ বা অন্য কোনো মোহে পড়েননি। একজন জনসেবা কর্মী হিসেবে হিলারি জানেন, এটি ব্যক্তিগত আবেগ ও ক্ষোভের ঊর্ধ্বে।

মিশেল ওবামা তাঁর ভাষণে আরো বলেন, হিলারির মাধ্যমেই তাঁর নিজের দুই মেয়ে উদ্বুদ্ধ হয়েছে। একজন নারী মার্কিন প্রেসিডেন্ট হতে পারে বলে বিশ্বাস করে তারা।

মিশেল ওবামা তাঁর ভাষণে হিলারির নির্বাচনী প্রচারে বিভেদ ভুলে সব ডেমোক্র্যাটের ঐক্য প্রচেষ্টার আহ্বান জানান। একই সঙ্গে তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের বিভিন্ন দিক তুলে ধরে সমালোচনা করেন।



মন্তব্য চালু নেই