প্রেসিডেন্টের সমালোচনা করায় নারী সাংবাদিক আটক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমালোচনা করায় নেদারল্যান্ডের একজন নারী সাংবাদিককে আটক করেছে আঙ্কারা পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় এরদোয়ানের সমালোচনা করেছিলেন তিনি।

নেদারল্যান্ডের দৈনিক ডাচ মেট্রোতে এবরু উমার নামের ওই নারী সাংবাদিক ভিন্নমতের ওপর নিপীড়নের জন্য এরদোয়ানের সমালোচনা করেছিলেন। তুরস্কের প্রেসিডেন্টের সমালোচনা করায় ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত এক হাজার ৮ শ’ সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

এরদোয়ানকে অবমাননা করায় গত সপ্তাহে জার্মানি দেশটির একজন কৌতুক অভিনেতার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করার অনুমতি দিয়েছে।

শরণার্থী চুক্তির বিষয়ে আলোচনার জন্য জার্মান চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মেরকেল ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা তুরস্কে অবস্থানের সময় ওই নারী সাংবাদিককে আটক করে আঙ্কারা।



মন্তব্য চালু নেই