প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রেমিকাকে অর্থ দেয়ার অভিযোগ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দো হেনরিক কারদোসোর বিরুদ্ধে তার প্রেমিকা অর্থ দেয়ার অভিযোগ তদন্তে নেমেছে দেশটির পুলিশ।

কারদোসোর বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, তিনি ক্ষমতায় থাকাকালীন স্পেনে তার প্রেমিকাকে নিয়মিত অর্থ দেয়ার জেন্য একটি বেসরকারি কোম্পানিকে নির্দেশ দিয়েছিলেন। ১৯৯৫ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন।

কারদোসো অভিযোগ প্রত্যাখ্যান করলেও, মিরিয়ান দুত্রা নামের ব্রাজিলিয়ান সাবেক টিভি সাংবাদিক বলেন তিনি চার বছর ধরে প্রতি মাসে তিন হাজার ডলার করে পেয়েছেন।

দুত্রা জানান, তিনি গর্ভবতী হয়ে পড়লে প্রেসিডেন্ট কারদোসো তাকে গর্ভপাতের পরামর্শ দিলে, তাদের মধ্যকার বিবাহ বহির্ভূত সম্পর্ক ভেঙ্গে যায়।



মন্তব্য চালু নেই