প্রীতির ‘শ্লীলতাহানি’: ওয়াংখেড়ের সিসিটিভি ফুটেছে মিলল না কোনও তথ্য

দিলীপ মজুমদার (কলকাতা): ওয়াংখেড়ে স্টেডিয়ামের সিসিটিভি ক্যামেরায় পাওয়া গেল না বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা ও ব্যবসায়ী নেস ওয়াদিয়ার ধাক্কাধাক্কি বা কথা কাটাকাটির কোনও ফুটেজ। গত ৩০ মে আইপিএলের ম্যাচ চলাকালে তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ড নেস তাঁর শ্লীলতাহানি করেছিলেন বলে অভিযোগ দায়ের করেছেন কিংস ইলেভেন পঞ্জাব দলের মালকিন প্রীতি। গত ১২ জুন প্রীতি পুলিশের কাছে অভিযোগ জানান যে, ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পঞ্জাবের ম্যাচ চলাকালে নেস তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছিলেন।যদিও অভিযোগ অস্বীকার করেন নেস। ঘটনার তদন্তে নেমে পুলিশ ওয়াংখেড়ের গারওয়ার প্যাভিলিয়নের সবকটি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে প্রীতির অভিযোগের পক্ষে কোনও প্রমাণ পায়নি বলে জানিয়েছেন তদন্তের সঙ্গে যুক্ত এক আধিকারিক। পুলিশের ওই আধিকারিক জানিয়েছেন, গারওয়ার প্যাভিলিয়নের পাঁচটি সিসিটিভির ফুটেজই খতিয়ে দেখা হয়েছে। কিন্তু সেগুলির কোনওটিতেই নেস ও প্রীতির মধ্যে ঝামেলার কোনও ছবিই ধরা পড়েনি।

এই অবস্থায় তদন্তকারীরা আইপিএলের ম্যাচ সম্প্রচারের স্বত্বপ্রাপ্ত সোনি কোম্পানির ভিডিও ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখতে চাইছেন। তবে সোনির কাছ থেকে ওই দিনের আনএডিটেড ক্যামেরা ফুটেজ এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওই আধিকারিক। তবে তিনি জানিয়েছেন, এই ধরনের প্রযুক্তিগত সাক্ষ্যপ্রমাণ না পাওয়া গেলে এই মামলায় প্রত্যক্ষদর্শীদের বয়ান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রীতি ১৪ জন প্রত্যক্ষদর্শীর নাম পুলিশকে জানিয়েছেন। এবার পুলিশ ওই প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল ওয়াংখেড়ের বিসিসিআই দফতরে প্রায় দেড়ঘন্টা ধরে পুলিশ প্রীতির বয়ান রেকর্ড করেছে। শ্লীলতাহানির ঘটনায় মেরিন ড্রাইভ থানার পুলিশ এবং নেসের বাবাকে করা মাফিয়া ডন রবি পুজারীর হুমকি ফোনের অভিযোগ সম্পর্কে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ প্রীতির বয়ান রেকর্ড করেছে।



মন্তব্য চালু নেই