প্রাণীটি ভিনগ্রহের ছিল না! (ভিডিও)

প্রাণীটি মোটেই ভিনগ্রহের ছিল না। অথচ ভিনগ্রহের প্রাণী ভেবে বেদমভাবে মারা হলো প্রাণীটিকে। ভয় পেয়েই মানুষ এই অকান্ড ঘটায়। ঘটনাটি ঘটে মালয়েশিয়ার একটি তেল শোধনাগারে। প্রাণীটি দেখতেও অদ্ভূত। সেখানকার শ্রমিকরা ব্যতিক্রম ধরনের প্রাণীটিকে দেখে প্রথমে ভয় পেয়ে যায়। তারপর প্রাণীটির ওপর চড়াও হয়। জ্ঞান হারানো পর্যন্ত মারধর চালায়।

হামলাকারী স্থানীয় এক বাসিন্দা জানান, ‘এর আগে এইরকম জন্তু কোনওদিন দেখিনি। ভয়ে আমরা ওর উপর হামলা চালাই। পরে আমরা বুঝতে পারি আমাদের ধারণা ভুল। জ্ঞান ফিরলে আমরা তাকে বনে পাঠানোর ব্যবস্থা করি।’

আসলে এটি ছিল একটি বিরল প্রজাতির ভালুক। মালয়েশিয়ার বনদফতর থেকে জানানো হয়, এটি একটি সান বিয়ার। গায়ে কোনও লোম ছিল না। দুর্ভাগ্যজনকভাবে স্থানীয় লোকেরা ভিন গ্রহের প্রাণী ভেবে পেটাতে শুরু করে। অবশ্য, এইভাবে অত্যাচার করার জন্য অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দেওয়ার কথাও জানায় বন দফতর।

মনে করা হচ্ছে, ভালুকটি রোগে ভুগছে। বনে কোন কীটনাশক প্রয়োগই ভালুকটিকে অসুস্থতায় ঠেলে দিয়েছে।

বনদফতর থেকে আরো জানানো হয়, সান বিয়ার এর সংখ্যা এখন অনেক কমে গেছে। মালয়েশিয়ায় এই ভালুক `হানি বিয়ার` নামে পরিচিত।

তথ্যসূত্র : ইপোচ টাইমস



মন্তব্য চালু নেই