প্রাইভেট পড়তে গিয়ে আর ফেরেনি ৩ স্কুলছাত্রী

প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলো স্বর্ণা, সুমাইয়া ও আঁখি। এর পর আর ফেরেনি ওই তিন শিক্ষার্থী। বরিশালের বানারীপাড়া উপজেলা থেকে মঙ্গলবার (২ মে) দুপুরে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় বুধবার (৩ মে) দুপুরে স্বর্ণা ও সুমাইয়ার অভিভাবক বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরি করেন।

এর মধ্যে স্বর্ণা ও আঁখি বানারীপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আর সুমাইয়া আক্তার উপজেলার চাখার ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বানারীপাড়া পৌর শহরে দোলা ম্যাডামের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়। কিন্তু সাড়ে ৩টার পর থেকে এদের কোনো খোঁজ মিলছে না। ওই তিন শিক্ষার্থী উদ্ধারের তৎপরতা শুরু করেছে পুলিশ।



মন্তব্য চালু নেই