প্রাইভেট টিউশন করার অপরাধে হাজতে ৩ ভারতীয় শিক্ষক

দিলীপ মজুমদার (কলকাতা): প্রবাসে চরম বিপত্তিতে পড়েছেন তিন ভারতীয়। খুন, জখম, রাহাজানি নয়। শুধুমাত্র কয়েকজনকে স্কুলের বাইরে প্রাইভেট টিউশন দিয়েছিলেন বলে হাজতবাস করতে হয়েছে তিন ভারতীয় শিক্ষককে।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রিয়াদ শহরে। তিন জন ভারতীয় শিক্ষক সেখানকার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান স্কুলে পড়ান। কিন্তু স্কুলের বাইরে তাঁরা জনা কয়েক পড়ুয়াকে তাঁদের বাড়িতেই প্রাইভেটে পড়ান। এই খবর পেয়ে সেখানে পৌঁছায় রিয়াদ পুলিশ। হাতে নাতে ধরা পড়েন মেহবুব পাশা (কর্নাটক), মহম্মদ রিফাই (তামিলনাড়ু) এবং তওহিদ আহমেদ সিদ্দিকি (উত্তর প্রদেশ)। সৌদি আরবে প্রাইভেট টিউশন দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্কুল ম্যানেজমেন্টের তরফে জরুরি মিটিং ডাকা হয় এবং স্কুলের জনসংযোগ আধিকারিককে বলা হয় যাতে যত তাড়াতাড়ি সম্ভব ওই তিন শিক্ষককে জামিনে ছাড়িয়ে আনা হয়।



মন্তব্য চালু নেই