প্রধান উপদেষ্টার সঙ্গে ট্রাম্প জামাতার দ্বন্দ্ব, হোয়াইট হাউসে উত্তাপ

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের তিন মাস পার না হতেই হোয়াইট হাউসে উত্তাপ শুরু হয়েছে। শুক্রবার প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা স্টিভ ব্যাননের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন ট্রাম্পের জামাতা ও প্রভাবশালী উপদেষ্টা জেয়ার্ড কুশনার।

মনোমালিন্য মিটিয়ে ফেলার জন্য উভয়ই প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান হোয়াইট হাউসের জ্যেষ্ঠ এক কর্মকর্তা। তিনি বলেন, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেইন্স প্রিবাসের অনুরোধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান কৌশলবিদ (চিফ স্ট্রাটেজিস্ট) ব্যানন ও জামাতা কুশনার শুক্রবার বৈঠকে বসেন।

মার্কিন ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, প্রিবাস কুশনার ও ব্যাননকে ঝগড়া মিটিয়ে প্রেসিডেন্টের কর্মসূচি বাস্তবায়নের দিকে নজর দেয়ার বার্তা দিয়েছেন। চলতি সপ্তাহে জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) কমিটি থেকে ব্যাননকে সরানো হয়েছে। গুজব ছড়িয়েছে, জামাতা কুশনারের অনুরোধে ব্যাননকে এনএসসি থেকে সরাতে বাধ্য হন ট্রাম্প।

পরে অবশ্য তাদের মধ্যে মনোমালিন্যের বিষয় বুঝতে পেরে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, উভয়ের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে নাও। সূত্র : দ্য গার্ডিয়ান ও রয়টার্স।



মন্তব্য চালু নেই