প্রথম মহিলা ভলিবল প্রতিযোগিতা শুরু মঙ্গলবার
বাংলাদেশে মহিলা ভলিবলের প্রথম আসর শুরু হচ্ছে মঙ্গলবার। ঢাকা ভলিবল স্টেডিয়ামে বিজেএমসির লাল ও সবুজ দলের মধ্যকার খেলা দিয়ে মাঠে গড়াবে প্রথমবারের মত আয়োজিত এ টুর্নামেন্ট।
এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আট দল। দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। দলগুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিজেএমসি (লাল), বিজেএমসি (সবুজ), ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজ, রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পুলিশ, নবজাগরনী সংঘ ও স্কলাস্টিকা।
সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানা যায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও উপ-পুলিশ কমিশনার সৈয়দা জিন্নাত আরা, ফেডারেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকুসহ আরও অনেকে।
মন্তব্য চালু নেই