প্রথমবার চেহারা দেখালেন আইএসের বিখ্যাত ‘জল্লাদ’ জন (ভিডিওসহ)
মুখোশ পরিহিত কালো পোশাক পরা ‘জিহাদি জন’কেই দেখে আসছে সবাই। শিরশ্ছেদ করার আগে ছুরি হাতে ওভাবেই নিজেকে তুলে ধরতেন আইএসের (ইসলামিক স্টেট) এই সদস্য। তবে সম্প্রতি এক ভিডিওতে প্রথমবারের মতো নিজের চেহারা দেখিয়েছেন তিনি।
সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমগুলোতে জিহাদি জনের চেহারা প্রকাশ করে দেওয়া বক্তব্যের এক মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি সিরিয়ায় ধারণ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সী মোহাম্মদ এমওয়াজি (ব্রিটিশ গণমাধ্যমে তিনি জিহাদি জন নামে পরিচিত) বিজয়ী বেশে ব্রিটেনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি আইএসের হয়ে শিরশ্ছেদ অব্যাহত রাখবেন বলেও উল্লেখ করেছেন।
ধারণা করা হয়, সিরিয়ায় অন্তত ৭ বন্দীর শিরশ্ছেদ করেছেন এমওয়াজি। এর মধ্যে দু’জন ব্রিটেনের নাগরিক।
ব্রিটিশ নাগরিক এমওয়াজি গত বছর আইএসে যোগ দিয়ে সিরিয়া যান বলে ধারণা করা হয়।
গত বছর ইরাক ও সিরিয়ায় ইসলামী খিলাফত ঘোষণা করে সশস্ত্র সংগঠন আইএস।
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=xbPW29VTrCA
মন্তব্য চালু নেই