প্রথমবারের মতো প্রকাশিত হলো ওসামা বিন লাদেনের দুর্লভ কিছু ছবি

বাড়িটা প্রাচীন। কাদামাটি আর পাথরের তৈরী। এলাকাটা পাহাড়ি। শীতকালে তুষারে ঢাকা থাকে। চলার পথগুলো অমসৃণ, চ্যালেঞ্জিং। আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের আফগানিস্তানে আত্মগোপনে থাকার সময়কালের এরকমই সব ছবি প্রকাশ পেয়েছে সম্প্রতি। এই প্রথমবারের মতো প্রকাশিত হলো ছবিগুলি।

ম্যানহাটেন ফেডারেল কোর্টের এক সন্ত্রাস মামলায় সম্প্রতি এই ছবিগুলো উপস্থাপন করা হয় প্রমাণ হিসেবে। নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলারও অনেক আগে তোলা ছবিগুলি। আফগানিস্তানের তোরাবোরা পাহাড়ি এলাকার গোপন আবাসস্থলের ভেতর-বাইরের অন্তরঙ্গ সব ছবি রয়েছে এখানে।

সন্ত্রাসের ষড়যন্ত্র করার দায়ে বিন লাদেনের সমর্থক লেফটেন্যান্ট খালেদ আল-ফাওয়াজের বিচার চলাকালে গত মাসেই প্রথম এই ছবিগুলি আলোর মুখ দেখলো। এই আল-ফাওয়াজই ১৯৯৭ সালে সিএনএন-এর জন্য ওসামা বিন লাদেনের সাক্ষাৎকারের আয়োজন করে দিয়েছিল। এক বছরের মাথায় এবিসি নিউজের জন মিলারও তার সহায়তাতেই সাক্ষাতকার নিয়েছিলেন বিন লাদেনের। কিন্তু তারও আগে ১৯৯৬ সালে ফিলিস্তিনের প্রিন্ট মিডিয়ার এক ফটো সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছিলেন আল-ফাওয়াজ। তারই তোলা ছবি এগুলো।

001 002 005 006 008 009 010 011 012 013 014 015 016 017 018 019 020 022 023 024



মন্তব্য চালু নেই