প্রকাশ্যে রাস্তায় নগ্ন হয়ে প্রতিবাদ সমাবেশ করল মহিলারা!

একদম নগ্ন বক্ষে প্রতিবাদ নতুন কিছু নয়। তবে এবার ঘটল বটে অনেকটা নতুন ভাবেই প্রতিবাদ। তাদের কথা- আমার দেহ আমি প্রদর্শন করব তাতে কার কী? গ্রেফতার হওয়ার পরে কানাডা পুলিশকে একথাই বলেছিল তিন বোন। নগ্ন হয়ে সাইলেক চালানোর অপরাধে তিন বোনকে গ্রেফতার করেছিল কানাডার পুলিশ। ওই ঘটনার পর তিনদিন যেতে না যেতেই ক্যানাডায় কয়েকশো মহিলা নগ্ন বক্ষে প্রতিবাদ জানালেন।

দেশটির অন্টারিও অঙ্গরাজ্যের ওয়াটারলুতে অনুষ্ঠিত হয় এই নগ্ন সমাবেশ। তাদের অনেকের হাতেই ছিল নানা স্লোগান লেখা ফেস্টুন। এগুলোর কোন কোনটিতে লেখা ছিল, ‘নগ্নতার অর্থ যৌনতা নয়’।

উল্লেখ্য- ১৯৯৬ সালে আদালতের দেয়া এক রায়ের ভিত্তিতে দেশটির অন্টারিওতে নগ্ন বক্ষ হয়ে ঘোরাফেরা করা আইনসিদ্ধ। যে তিন জন বোন পুলিশি বাধার সম্মুখীন হয়েছিল, তাদের বক্তব্য, “দিনটি ছিল খুবই গরম, তাই আমরা শার্ট খুলে ফেলেছিলাম।” এই তিন বোনের একজন আলিশা ব্রিলা সঙ্গীত শিল্পী হিসাবেও পরিচিত বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই