প্যারিস হামলার পর গোটা ইউরোপে হাই এলার্ট জারি

প্যারিস হামলার ঘটনায় গোটা ইউরোপ জুড়েই জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। শুধু ফ্রান্সেই তল্লাসি চালিয়ে গ্রেফতার করা হয়েছে ২৩ জনকে। বেলজিয়াম পুলিসের হাতে ধরা পড়েছে আরও ৭ জন। আটককৃতদের মধ্যে রয়েছে হামলার মূল পরিকল্পনাকারী সালাহ আবদেল স্লামের ভাই মোহম্মদ আব্দেল স্লাম।

এদিকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নবম সন্দেহভাজনের খোঁজ মিলেছে বলে দাবি করেছেন ফরাসি গোয়েন্দারা। স্টেডিয়ামে বোমাতঙ্কের জেরে মঙ্গলবার জার্মানির হ্যানোভারে বাতিল করা হয় জার্মানি ও নেদারল্যান্ডের মধ্যকার একটি প্রীতি ফুটবল ম্যাচ। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গোলা মর্কেলের ওই খেলা দেখতে যাবার কথা ছিল।

এদিকে সিরিয়ায় ইসলামিক স্টেটের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে ফ্রান্স। বুধবার থেকেফরাসি বিমান বাহিনীর সঙ্গে যৌথভাবে সিরিয়ায় বিমান হামলা শুরু করেছে রাশিয়া।



মন্তব্য চালু নেই