প্যারিসে ১০ জনকে জিম্মি করেছে বন্দুকধারীরা
ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে বন্দুকধারীরা ১০ ব্যক্তিকে জিম্মি করেছে। বন্দুকধারীরা ডাকাত হতে পারে- এমন ধারণা করছে প্যারিস পুলিশ।
বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্যারিসের ভিলেনেভ্যু লা-গ্যারেনি নামক স্থানের একটি মার্কেটের দোকানে ১০ জনকে জিম্মি করা হয়েছে।
এরই মধ্যে জিম্মিদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ। পুলিশের একটি বিশেষ দল উদ্ধারাভিযানে অংশ নিয়েছে।
জিম্মি ঘটনার পর আশপাশের সব রাস্তা ও মার্কেট বন্ধ করে দিয়েছে প্রশাসন।
প্যারিসের স্থানীয় সময় সকালে প্রিমার্ক নামের দোকানে প্রবেশ করে দুই থেকে তিন বন্দুকধারী। ধারণা করা হচ্ছে, ডাকাতির জন্য এ ঘটনা ঘটানো হয়েছে।
তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।
মন্তব্য চালু নেই