প্যারিসে জলবায়ু সম্মেলনে ১৩০ নেতার অংশগ্রহণ নিশ্চিত

প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পরও আসন্ন জলবায়ু সম্মেলনে আমন্ত্রিত বিভিন্ন দেশের সরকার প্রধানরা যোগ দিতে রাজি হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। আগামী ৩০ নভেম্বর থেকে প্যারিসে ওই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফরাসি প্রেসিডেন্ট সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

সূত্রটি জানিয়েছে, ‘বিশ্বের কোনো সরকার প্রধানই ফ্রান্সে তাদের নির্ধারিত সফর বাতিল করেননি।’ ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সক্রান্ত ওই সম্মেলনে ১৩৮ জন নেতা অংশ নেবেন। আগামী মাসের ১১ তারিখ পর্যন্ত ওই সম্মেলন চলবে। সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা গ্রিনহাউস গ্যাসের পরিমাণ হ্রাস এবং বিশ্বের তাপমাত্রা কমিয়ে আনার বিষয়ে আলোচনা করবেন। প্যারিসের লে বোরগেতে অনুষ্ঠেয় সম্মেলনে সবমিলিয়ে ৪০ হাজার থেকে ৪৫ হাজার মানুষ অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস সোমবার বলেছেন, এখন পর্যন্ত কোনো বিদেশি নেতা ফ্রান্সকে সম্মেলন বাতিল করার আহ্বান জানাননি। তাই তিনি এই আয়োজনকে ‘সন্ত্রাসীদের বর্জন’ করার পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।



মন্তব্য চালু নেই