প্যারিসের ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়নি
প্যারিসে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি।
একইসঙ্গে এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে জঙ্গি হামলায় দেড়শ’রও বেশি লোক প্রাণ হারায়। হামলার দায় শিকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এ হামলায় কমপক্ষে আটজন হামলাকারী নিহত হয়েছে বলে দাবি প্যারিস পুলিশের।
জঙ্গিদের হামলার লক্ষ্যবস্তু ছিল বিনোদন কেন্দ্র, রেস্তোরা এবং জনবহুল স্থানগুলো। জার্মানি-ফ্রান্স ফুটবল ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের খুব কাছেও বিষ্ফোরণ ঘটনো হয়েছে।
হামলাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী। দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সেই সেঙ্গ অতিরিক্ত দেড় হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় শোক জানিয়েছেন বারাক ওবামা, ডেভিড ক্যামেরন, বান কি মুন, অ্যাঙ্গেলা মের্কেল সহ আরও অনেকে।
মন্তব্য চালু নেই