পোরশায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় ২হাজার পিছ ফেন্সিডিল ও প্রাইভেট কার সহ আইয়ুব আলী প্রামানিক (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প সদস্যরা। আইয়ুব আলী বগুড়া সদরের ঠনঠনিয়া এলাকার আফসার আলী প্রামানিকের ছেলে।

জানা গেছে, গতকাল রোববার দুপুরে ফেন্সিডিল নিয়ে সাপাহার থেকে শিশা হাট হয়ে একটি প্রাইভেট কার যোগে বগুড়া যাচ্ছিল আইয়ুব আলী। গোপন সংবাদ পেয়ে দুপুর ১টার সময় র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর হাসান আরাফাতের নেতৃত্বে র‌্যাবের একটি টহল দল উপজেলার শিশা হাট এলাকা থেকে তাকে আটক করে।



মন্তব্য চালু নেই