পেট্রোল বোমায় নিহত বরিশালের কালামের অসহায় পরিবারের পাশে বলরাম পোদ্দার

বিএনপি-জামায়াতের অবরোধে ঢাকায় পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছিলেন জেলার আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের প্রাইভেটকার চালক আবুল কালাম। তার মৃত্যুর পর কেউ অসহায় পরিবারের পাশে এগিয়ে আসেননি। অবশেষে রবিবার সকালে নিহত কালামের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন অগ্রণী ব্যাংকের পরিচালক ও কেন্দ্রীয় আ’লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার।
আবুল কালামের মা সুফিয়া বেগমের হাতে নগদ ২৫ হাজার টাকা ও একটি গাভী প্রদান করেছেন এ্যাডভোকেট বলরাম পোদ্দার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, আ’লীগ নেতা মোতালেব হাওলাদার, প্রধান শিক্ষক সরদার রেজাউল করিম, ইউপি সদস্য আলাউদ্দিন মোল্লা প্রমুখ। গত ১৫ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাংতা গ্রামের মৃত আব্দুল হক হাওলাদারের পুত্র প্রাইভেট কার চালক আবুল কালাম মারা যায়।

একইদিন এ্যাড. বলরাম পোদ্দার রাংতায় ব্র্যাক পরিচালিত প্রাক-প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরে রাংতা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ওই বিদ্যালয়ের দরিদ্র ৫০ জন শিক্ষার্থীর ফরম পুরণের দ্বায়িত্বভার গ্রহণ করেন।

একই সময় তিনি (বলরাম) ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ বদ্ধভূমি কেতনার বিলে শহীদদের স্মরণে আগামী ১ জৈষ্ঠ আয়োজিত স্মরণ সভার জন্য আর্থিক সহায়তা ও রাংতা সার্বজনীন দুর্গামন্দিরের অবকাঠামো নির্মানের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. বলরাম পোদ্দার বলেন, মানুষ পুড়িয়ে লাশের ওপর দিয়ে ক্ষমতায় যাওয়া যায়না। যাদের মনুষ্যত্ববোধ আছে তারা দেশকে সহিংসতার আগুনে পোড়াতে পারেনা।

পেট্রোল বোমায় সাধারণ খেটে খাওয়া মানুষকে হত্যা করে আন্দোলনের নামে দেশে হত্যার অপসংস্কৃতি জামায়াত-বিএনপি চালু করেছে। এদেশেই তাদের বিচার হবেই। তিনি এসব অপশক্তির বিরুদ্ধে জনগণকেই প্রতিরোধ গড়ে তোলার আহবান করেন।



মন্তব্য চালু নেই