পৃথিবীর চমৎকার কিছু সীমান্ত যা আপনাকে অবাক করবে

সীমান্তে কাঁটাতার নেই। রক্ষীও নেই। আছে বিভক্তকারী রেখা। কোথাও নদী বিভক্ত করেছে একাধিক দেশকে। কোথাও আবার সামান্য তল্লাশি চৌকি। সীমান্তের এপারে-ওপারে দাঁড়িয়ে খেলা যায়; কোথাও আবার একসাথে বসে চা পান করছেন দুজন, কিন্তু একজন একদেশে, অন্যজন আরেক দেশে!

বিশ্বে অবাক করা এমন অনেক সীমান্ত রয়েছে। আওয়ার নিউজ বিডির পাঠকদের জন্য এমনই ১৬টি সীমান্ত তুলে ধরা হল।

1433326223

ছবি দেখে মনে হতে পারে, মাঝখানে বিভাজক দিয়ে পাড়ার ছেলেরা ভলিবল খেলছে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। মাঝখানের বিভাজকের এক পাশে যুক্তরাষ্ট্র। অন্য পাশে মেক্সিকো।

1433326250

এটি সবুজ মাঠে বসার জন্য স্থাপিত বেঞ্চি নয়। তিনটি বেঞ্চের পাশে ইউরোপের তিন দেশ স্লোভাকিয়া, অস্ট্রিয়া ও হাঙ্গেরি (ওপরে, বামে ও ডানে)।

1433326276

দুই পাশে তুষারঢাকা গাছ। মাঝখান দিয়ে বিস্তৃত সড়ক। দুই পাশে স্ক্যান্ডিনেভিয়ান দুই দেশ নরওয়ে ও সুইডেন।

1433326304

সারিবদ্ধ চেয়ার দেখে মনে হতে পারে কোনো রেস্তোরাঁর দৃশ্য এটি। কিন্তু না। এই চেয়ারগুলোর পাশে এনএল লেখা অংশটা নেদারল্যান্ডসের। আর তার পাশে বি লেখা অংশটা বেলজিয়ামের। দুই দেশকে বিভক্ত করতে ব্যবহার করা হয়েছে একটি রেখা ও কিছু প্লাস (+) চিহ্ন।

1433326334

ছবির মতো পাহাড়ের বুকে সর্পিল যে রাস্তাটি দেখা যাচ্ছে, সেটি বিভক্ত করেছে ক্যারিবীয় দেশ হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রকে।

1433326367

ছোট্ট নদীটির দুই ধারে স্পেন ও পর্তুগাল। একটি জিপলাইন ধরে এক দেশের লোকজন অন্য দেশে যেতেও পারে।

1433326391

এক পাশে প্রায় জনহীন পতিত ভূমি। অন্যপাশে জনাকীর্ণ নগর। বামে যুক্তরাষ্ট্র। বিপরীতে মেক্সিকো।

1433326426

পেঁচানো রাস্তাটির বাঁয়ে চীনের ভূখণ্ডের মধ্যকার উপদ্বীপ ম্যাকাও। ডানে চীনের মূল ভূখণ্ড।

1433326452

ঘনসবুজের মাঝখান দিয়ে বয়ে চলা নদীর বাঁয়ে আর্জেন্টিনা, ডানে প্যারাগুয়ে। আর মধ্যভাগে ব্রাজিল।

1433326475

লাল, সাদা রঙের পতাকাওয়ালা দেশটি ডেনমার্ক। তার বিপরীতের দেশটি সুইডেন। সেতুর দুই পাশে অবস্থান দুই দেশের।

1433326499

পিচঢালা রাস্তায় সাদা রঙে লেখা দুই দেশের নাম। বাঁয়ে সুইডেন আর ডানে নরওয়ে।

1433326523

পাশাপাশি তিনটি বিন্দুতে মিলিত ইউরোপের তিন দেশ জার্মানি, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের সীমান্তরেখা।

1433326565

কোনো ফুটবল মাঠের দুই পাশ নয় এটি। মাছের ছবির ওপর দিয়ে যাওয়া রেখাটির বাম দিকে পোল্যান্ড। বিপরীত পাশে ইউক্রেন।

1433326616

সড়কের দুই পাশে পরিষ্কার করেই লেখা যুক্তরাষ্ট্র ও কানাডা।

1433326645

একই ঘরের এক পাশে উত্তর কোরিয়া। বিপরীত পাশে দক্ষিণ কোরিয়া। মাঝখানে কংক্রিটের ছোট্ট একটা বিভাজক। ছবিটির সামনের অংশের রক্ষীরা দক্ষিণ কোরিয়ার।

1433326678

সেতুটির বাম পাশে সৌদি আরব। ডানে বাহরাইন।

সুত্র: ডেইলি লিপ



মন্তব্য চালু নেই