পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর কাশীপুর এলাকা থেকে সুরভী আক্তার মুনি (২৭) নামে একজন পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের মদিনা সড়ক এলাকার আনসার ও ভিডিপি অফিস সংলগ্ন ভাড়া বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। সুরভী নগর গোয়েন্দা পুলিশের এসআই নূরে আলমের স্ত্রী এবং বরিশাল অভ্যন্তরীণ রুটের লঞ্চ মালিক মো. সাহাবুদ্দিন’র বড় মেয়ে।

নগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. ফরহাদ সরদার জানান, সুরভীর মায়ের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে। সুরভী-নূরে আলম দম্পতির এটি দ্বিতীয় বিয়ে। নূরে আলমের বিরুদ্ধে তার প্রথম স্ত্রী করা মামলা আদালতে চলমান রয়েছে। এনিয়ে তাদের মধ্যে কলহের জের ধরে সুরভী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে।

এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের হবে। লাশ ময়নাতদন্তের প্রতিবেদনের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য চালু নেই