পুরান ঢাকায় হেলে পড়েছে ৭ তলা ভবন

রাজধানীর পুরান ঢাকার ধলপুরে একটি ৭ তলা ভবন হেলে পড়েছে।

ধলপুরের লিচুবাগান এলাকায় শুক্রবার সকাল সোয়া ১১টায় ভবনটি হেলে পড়ে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মকর্তারা (রাজউক) ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটি সিলগালা করে দেন।

ফায়ার সার্ভিস সদরদফতরের কর্তব্যরত কর্মকর্তা পরিদর্শক এনায়েত হোসেন বলেন, ‘আবাসিক এ ভবনটি হেলে পড়ায় বাসিন্দাদের পুলিশ নিরাপদে সরিয়ে নিয়েছে। খবর পেয়ে ফায়ার সাভিসের একটি ইউনিট গিয়ে রাজউকের অনুমতি সাপেক্ষে ভবনটি সিলগালা করে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’



মন্তব্য চালু নেই