পুরান ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে স্বামী-স্ত্রী গুলিবিদ্ধ

রাজধানীর পুরান ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে আবুল সরদার (৪৫) ও রিনা আক্তার (৩৫) নামে এক দম্পত্তি গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
আহত আবুল সরদার সাংবাদিকদের জানান, তারা স্বামী স্ত্রী একটি রিকসা যোগে নবাবপুর এলাকায় ইউনুস নামে তার এক ভাইয়ের দোকানে আসতে ছিলেন। নবাবপুর রাস্তার মুখে মরণচাঁদ মিষ্টির দোকানের পাশে আসার পর গুলি এসে তাদের শরীরে বিদ্ধ হয়। এতে তারা আহত হন। পরে বাহার নামে এক পথচারী তাদেরকে উদ্ধারের পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করেন।



মন্তব্য চালু নেই