পুরান ঢাকায় মসজিদের মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা
পুরান ঢাকার ইসলামপুরের জম্বু খানম মসজিদের মুয়াজ্জিন বিল্লাল হোসেনকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে রাতে তাকে ছুরিকাঘাত করা হয়েছে।
মসজিদের পাশে খ্রিস্টানদের মিশনারিজ অব চ্যারেটিজ ও বিপরীতেই জিন্দা পীরের একটি মাজার রয়েছে। সেই মাজারের সঙ্গে ওই মুয়াজ্জিনের কোন সম্পৃক্ততা ছিল কিনা জানার চেষ্টা করছে পুলিশ।
নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য চালু নেই