পুরস্কার পেয়ে কাঁদলেন বাইডেন

বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে আমেরিকার সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পেয়ে কাঁদলেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে বাইডেনকে এই বিরল সম্মাননা দেন ওবামা।

বাইডেনের আগে এই সম্মাননা পেয়েছেন পোপ দ্বিতীয় জন পল, প্রাক্তন প্রেসিডেন্ট রোনাল্ড রেগন এবং জেনারেল কলিন পাওয়েল।

বাইডেনের গলায় সম্মাননা তুলে দেয়ার সময় তাকে ‘আমেরিকার ইতিহাসের সিংহ’ অভিহিত করেন ওবামা।

ওবামা বলেন, ‘প্রেসিডেন্ট থাকার শেষ মুহূর্তে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দিতে পেরে আমি আনন্দিত।’

মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে আবেগে কেঁদে ফেলেন বাইডেন।

রুমাল দিয়ে অশ্রু মুছে তিনি বলেন, ‘আমি এর যোগ্য নই। আমি ভাবতেই পারিনি এমন কিছু ঘটতে চলেছে। প্রেসিডেন্ট মহোদয় আমি আপনার প্রতি ঋণী, আপনার বন্ধুত্বের প্রতি ঋণী এবং আমি আপনার পরিবারের প্রতি ঋণী।

উল্লেখ্য, ওবামা প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে নানা বিষয়ে ওবামার সঙ্গে মতবিরোধ হয় তার। তবে দুজনের বন্ধুত্বের সম্পর্কে কখনও চিড় ধরেনি।

বরং বাইডেনের প্রতি ওবামার ধারণার বড় উদাহরণ তৈরি হলো ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ সম্মাননা দেয়ার মাধ্যমে। বাইডেনে আগে কোনো ভাইস প্রেসিডেন্টকে আর কোনো প্রেসিডেন্ট এত বড় সম্মাননা দেননি।

ভাইস প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা ইস্যুতে নীতি নির্ধারকের ভূমিকা পালন করেন। তিনিই ওসামা বিন লাদেনকে ধরতে নেভি সিল পাঠাতে ওবামাকে পরামর্শ দেন। আবার ইরাক এবং আফগানিস্তানে মার্কিন সেনার ভূমিকারও সমালোচনা করেন বাইডেন।



মন্তব্য চালু নেই