পুতিনের নির্দেশেই নির্বাচনে হ্যাকিং

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপার দাবি করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই নির্বাচনে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছিল।

সিনেটে শুনানিতে বৃহস্পতিবার তিনি এ দাবি করেন। জেমস ক্ল্যাপার আরও বলেন, পুতিন কেন এ নির্বাচনে হস্তক্ষেপ করেছিলেন, তা আগামী সপ্তাহেই প্রকাশিত হবে। খবর বিবিসি।

শুনানিতে তিনি ছাড়াও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান মাইকেল রজার্স এবং প্রতিরক্ষা গোয়েন্দা দফতরের আন্ডার সেক্রেটারি মারসেল লেট্রে অংশ নেন।

সিনেটের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটিকে তারা জানান, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে বিপর্যস্ত করতে ডেমোক্রেটিক পার্টির কম্পিউটার হ্যাক করার ঘটনা রাশিয়ার বহুমুখী প্রচেষ্টাগুলোর একটি।

ওবামা প্রশাসন সম্প্রতি নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে যুক্তরাষ্ট্রে কর্মরত ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করে। এদিকে গোয়েন্দাদের দাবির সত্যতা নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।



মন্তব্য চালু নেই