‘পিকে’ কারও ভাবাবেগে আঘাত করে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি: আমির

তাঁর বিগত ছবি ‘পিকে’ দেখে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে তার জন্য ক্ষমা চেয়ে নিলেন বলিউড অভিনেতা আমির খান। তিনি জানিয়ে দেন, কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার কোনও উদ্দেশ্যই ছিল না ছবির নির্মাতাদের।

ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেললেও, ‘গডমেন’ ও ধর্মীয় আচার সম্পর্কিত কিছু ধারণা নিয়ে ব্যঙ্গাত্মক দৃশ্যের ফলে কয়েকটি ধর্মীয় সংগঠনের রোষানলেও পড়ে। ৪৯ বছরের অভিনেতা এতদিন এই বিষয়ে মৌন থাকলেও, সম্প্রতি তিনি জানিয়ে দেন, ছবির নির্মাতাদের এধরনের কোনও উদ্দেশ্যই ছিল না।

আমির বলেন, ‘ছবিটি বেশিরভাগ মানুষের পছন্দ হয়েছে। ব্যক্তিগতভাবে, আমি মনে করি, যদি এই ছবি একজন ব্যক্তিকেও আঘাত করে, তা হলে আমার খারাপই লাগবে। আমার উদ্দেশ্য তা ছিল না। আমরা সেই জিনিস দেখিয়েছি, যা আমাদের গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। তবে, তাতে যদি কারও খারাপ লেগে থাকে, তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি।’

উল্লেখ্য, বিধু বিনোদ চোপড়া নির্মিত ও রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’ ছবিটি দেশে ৩৪০ কোটি ও বিদেশে ১৭০ কোটির ব্যবসা করেছে। ছবিতে অভিনয় করেছেন আমির খান, সুশান্ত সিংহ রাজপুত, অনুষ্কা শর্মা, সঞ্জয় দত্ত এবং বোমান ইরানি।

 



মন্তব্য চালু নেই