পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ

একা পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ ঘুরে বেড়িয়েছেন সরকারি তিতুমীর কলেজের চতুর্থ বর্ষের ছাত্র এ জেড রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রমনায় ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।

‘এক্সপ্লোর বাংলাদেশ’ স্লোগান নিয়ে গত ২০ এপ্রিল তেঁতুলিয়া থেকে যাত্রা শুরু করে ৪৪ দিনে (১ হাজার ৮ ঘণ্টা) তিনি থেকে টেকনাফ পর্যন্ত হেঁটেছেন, দেখেছেন নিজের দেশটাকে। তার ভ্রমণ শেষ হয়েছে গত ৪ জুন দুপুর ২টায়।

সংবাদ সম্মেলনে এ জেড রহমান জানিয়েছেন, বাংলাদেশকে বিশ্বের মাঝে তুলে ধরতেই তার এই প্রয়াস। পর্যায়ক্রমে সার্কভুক্ত দেশ ভ্রমণ করবেন তিনি। পরে বিশ্ব ভ্রমণে বের হবেন এই তরুণ।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

মন্ত্রী বলেন, ‘এ ধরনের কার্যক্রমে সরকার উৎসাহিত করে। আমি আশা করছি, এ জেড রহমানের এই ধরনের ভ্রমণ থেমে যাবে না। সে অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশকে বিশ্বের মধ্যে তুলে ধরবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট খায়রুল মজিদ মাহমুদসহ আরো অনেকে।
উল্লেখ্য, এ জেড রহমানের পিতার নাম প্রয়াত আজিজুর রহমানের ছেলে। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার বেলাব থানার হোসেন নগর গ্রামে।



মন্তব্য চালু নেই