পালমিরায় ‘শত শত’ লোককে হত্যা করেছে আইএস
ইরাকের পালমিরা শহর দখল করার পর থেকে সেখানকার ‘শত শত’ লোককে হত্যা করেছে আইএস জঙ্গিরা।
বুধবার পালমিরা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর এ পর্যন্ত ৪০০ বেসামরিক লোককে হত্যা করেছে আইএস। এ দাবি করেছে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন। এদিকে পালমিরায় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা দাবি করেছেন, সিরিয়ার তিন শতাধিক সেনাকে হত্যা করেছে জঙ্গিরা।
আলজাজিরা অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
পালমিরা মেডিক্যাল সেন্টারে অবস্থানরত নাসের নামে একজন পর্যবেক্ষক কর্মী জানিয়েছেন, পালমিরা দখলের পর জঙ্গিদের হাতে আটক হওয়া কয়েক শ সেনাকে হত্যা করেছে তারা।
আইএসের ফেসবুকে পেজের পোস্টে দেখা গেছে, পালমিরায় সিরীয় সেনাবাহিনীর পোশাক পরা ২০ জনকে আটক করেছে আইএস।
নাসের আরো জানান, সাধারণ লোকজনকে শহর থেকে বের হতে বা ঢুকতে দেওয়া হচ্ছে না। শহরের অত্যাবশ্যকীয় সেবা ব্যবস্থাও অচল হয়ে পড়েছে। পানি, বিদ্যুৎ ও ল্যান্ডফোনের লাইন কেটে দেওয়া হয়েছে।
এসবের মধ্যেই পালমিরা শহর পুনর্দখলের প্রস্তুতি নিয়েছে শহরের পাশে অবস্থান নিয়েছে সিরীয় সেনারা।
মন্তব্য চালু নেই