পালমিরায় আইএসের ওপর বিমান হামলা

পালমিরায় ইসলামিক স্টেটের (আইএস) ওপর এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সিরিয়ার বিমানবাহিনী। শুক্রবার ২৫ বার বিমান হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

ঐতিহাসিক পালমিরাকে ইউনোসকো বিশ্ব ঐতিহ্যের শহর হিসেবে ঘোষণা দিয়েছিল। গত মে মাসে শহরটি দখল করে নেয় আইএস। এরপর শহরের অনেকগুলো ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করে দেয় আইএস।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, শুক্রবার সিরিয়ার সরকারি বাহিনী পালমিরায় ২৫ বার বিমান হামলা চালিয়েছে। এতে ২৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১২ আইএস যোদ্ধা রয়েছে।

এদিকে, সিরিয়ার আরেক শহর ইদলিবেও বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী। এতে ১৭ জন নিহত হয়েছে।

সিরিয়ার সেনাবাহিনী সূত্র জানিয়েছে, বিদ্রোহীদের ওপর হামলা চালাতে রাশিয়ার সরবরাহ করা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করতে শুরু করেছে আসাদ বাহিনী। এসব অস্ত্র নির্ভুলভাবে শত্রুর ওপর হামলা চালাতে সক্ষম।



মন্তব্য চালু নেই